Hope News

আইন ও আদালত

গোবিন্দগঞ্জে প্রথম স্ত্রীর মামলায় আটক ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্বশুরবাড়ি এসে যৌতুকের টাকা না পেয়ে প্রথম স্ত্রীকে মারপিটে আহত করে স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর অভিযোগে স্বামীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে পলাশবাড়ী উপজেলার বাসুদেবপুর (নারায়ণপুর) গ্রাম থেকে খায়রুজ্জামানের ছেলে জীবন সরকার এবং আকতারুজ্জামানকে আটক করা হয়।এর আগে, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তালুককানুপুর ইউপির চকসিংহডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে জামাই জীবন সরকার তার সঙ্গীয়দের নিয়ে গিয়ে যৌতুকের টাকা পাওয়ার আশ্বাস না পেয়ে স্ত্রীকে মারপিটে আহত করে তার পরিধেয় স্বর্ণালঙ্কার চুরির উদ্দেশ্যে খুলে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্ত্রী রাব্বীনা আক্তার রিয়া বাদী হয়ে স্বামী জীবন সরকার সহ অন্যান্যদের অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।এজাহার সুত্রে জানা যায়,পারিবারিকভাবে জীবন ও রিয়ার বিয়ে হয় ২০২০ সালে। তাদের সংসারে ১৩ মাস বয়সী এক কন্যা শিশু রয়েছে। সম্প্রতি জীবন চাপাইনবাবগঞ্জ এক্সিম কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। বিয়ের পর থেকেই স্বামী জীবন অভিযুক্ত অন্যান্যদের প্ররোচণায় ১৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এর মাঝেই জীবন অন্য এক মেয়েকে বিয়ে করে তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিলে তা প্রকাশ পায়। এক পর্যায়ে গত ১৯ সেপ্টেম্বর শ্বশুরবাড়ির লোকজন কোলের শিশুসহ রিয়াকে বাড়ি থেকে বের করে দেয়। নিরুপায় হয়ে তিনি বাবার বাড়ি চলে আসেন। এদিকে ঘটনার দিন সন্ধ্যায় জীবন তার দুই সহযোগীসহ শ্বশুরবাড়িতে এসে আবারও যৌতুকের বিষয়ে স্ত্রীর সাথে কথা বলে। সে পরিবারের কাছ থেকে ১৫ লাখ টাকা নিতে পারবে না জানালে তার স্বামী সঙ্গীয়দের সহযোগিতায় তার শিশু কন্যাকে নিয়ে সিএনজিযোগে পালানোর চেষ্টা করে। তাতে বাধা দিয়ে রিয়া তার সন্তানকে কেড়ে নেন। এসময় অভিযুক্তরা তার সাথে ধস্তাধস্তি ও কিল-ঘুষির পাশাপাশি চাকু বের করে আঘাত করলে রিয়ার হাত কাটা-জখম হয়। তার আত্ম চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত রিয়ার শরীরে থাকা স্বর্ণালঙ্কার চুরির উদ্দেশ্যে খুলে নিয়ে সিএনজিযোগে পালিয়ে যায়। পরে রিয়ার বাবা-ভাইরা এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।নারী শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত জীবন ও আকতারুজ্জামানকে আটক করে জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম।

গোবিন্দগঞ্জে প্রথম স্ত্রীর মামলায় আটক ২