Hope News

স্ত্রী'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পৌর বিএনপি নেতার পোস্ট ভাইরাল



স্ত্রী'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পৌর বিএনপি নেতার পোস্ট ভাইরাল

 স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশে ভাইরাল পৌর বিএনপি নেতার স্ট্যাটাস

"আমার পৃথিবীর সবচেয়ে একজন গুরুত্বপূর্ণ মানুষ যার ঋণ কোনো সময়ে ভুলতে পারবো না, সবাই দোয়া করবেন" – এমন আবেগঘন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে মুহূর্তের মধ্যেই স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছেন পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুল। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় দেওয়া তার এই পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। মাত্র ৪৫ মিনিটের মধ্যেই ১৬০ জন পোস্টটিতে লাইক দেন, ৬০ জন কমেন্ট করেন এবং ১টি শেয়ার হয়।

পলাশবাড়ীর রাজনীতিতে আব্দুল মোতালেব সরকার বকুল একটি আলোচিত নাম। রাজনীতির নানা হিসাব-নিকাশ, উত্থান-পতন এবং ঘাত-প্রতিঘাত পেরিয়ে মোতালেব সরকার বকুল বটবৃক্ষের মতো কর্মীদের কাছে নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছেন। কর্মজীবনের এই কঠিন পথচলায় তাঁকে বিপদে-আপদে নিরন্তর অনুপ্রেরণা যুগিয়েছেন তাঁর সহধর্মিনী শিমুলী আকতার। দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য জীবনে এই দম্পতির একমাত্র কন্যা সুমাইয়া আকতার মোহনা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বর্তমানে আইনে পড়াশোনা করছেন।

রাজনীতিবিদেরা সাধারণত অত্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করেন। শুধু রাজনীতিই নয়, এর পাশাপাশি নানাবিধ সামাজিক কাজসহ ব্যবসা-বাণিজ্যও সামলাতে হয় তাঁদের। এত কিছুর পরেও তাঁদের পরিবারের কাছাকাছি থাকতে হয় এবং সময়ও দিতে হয়। আব্দুল মোতালেব সরকার বকুলও এর ব্যতিক্রম নয়। তবে প্রকাশ্যে নিজের স্ত্রীর অবদানকে স্বীকার করে তাঁর ফেসবুকে এমন কৃতজ্ঞতামূলক স্ট্যাটাস দেওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না। সঙ্গত কারণে অনেকেই তাঁর এমন ব্যতিক্রমী ফেসবুক স্ট্যাটাস নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন।

পোস্টটিতে কমেন্ট করে অনেকেই আব্দুল মোতালেব সরকার বকুল ও শিমুলী আকতারের দাম্পত্য জীবনের সুখ-শান্তি ও দীর্ঘায়ু কামনা করেছেন। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, কর্মজীবনের সাফল্যের পেছনে পারিবারিক সমর্থন কতটা জরুরি, এই পোস্টটি তারই একটি চমৎকার উদাহরণ। তাঁদের প্রত্যাশা, আব্দুল মোতালেব সরকার বকুল ও শিমুলী ভাবীর দাম্পত্য জীবন আরো সুখের হোক।

আপনার মতামত লিখুন

Hope News

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


স্ত্রী'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পৌর বিএনপি নেতার পোস্ট ভাইরাল

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৫

featured Image

 স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশে ভাইরাল পৌর বিএনপি নেতার স্ট্যাটাস

"আমার পৃথিবীর সবচেয়ে একজন গুরুত্বপূর্ণ মানুষ যার ঋণ কোনো সময়ে ভুলতে পারবো না, সবাই দোয়া করবেন" – এমন আবেগঘন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে মুহূর্তের মধ্যেই স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছেন পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুল। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় দেওয়া তার এই পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। মাত্র ৪৫ মিনিটের মধ্যেই ১৬০ জন পোস্টটিতে লাইক দেন, ৬০ জন কমেন্ট করেন এবং ১টি শেয়ার হয়।

পলাশবাড়ীর রাজনীতিতে আব্দুল মোতালেব সরকার বকুল একটি আলোচিত নাম। রাজনীতির নানা হিসাব-নিকাশ, উত্থান-পতন এবং ঘাত-প্রতিঘাত পেরিয়ে মোতালেব সরকার বকুল বটবৃক্ষের মতো কর্মীদের কাছে নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছেন। কর্মজীবনের এই কঠিন পথচলায় তাঁকে বিপদে-আপদে নিরন্তর অনুপ্রেরণা যুগিয়েছেন তাঁর সহধর্মিনী শিমুলী আকতার। দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য জীবনে এই দম্পতির একমাত্র কন্যা সুমাইয়া আকতার মোহনা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বর্তমানে আইনে পড়াশোনা করছেন।

রাজনীতিবিদেরা সাধারণত অত্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করেন। শুধু রাজনীতিই নয়, এর পাশাপাশি নানাবিধ সামাজিক কাজসহ ব্যবসা-বাণিজ্যও সামলাতে হয় তাঁদের। এত কিছুর পরেও তাঁদের পরিবারের কাছাকাছি থাকতে হয় এবং সময়ও দিতে হয়। আব্দুল মোতালেব সরকার বকুলও এর ব্যতিক্রম নয়। তবে প্রকাশ্যে নিজের স্ত্রীর অবদানকে স্বীকার করে তাঁর ফেসবুকে এমন কৃতজ্ঞতামূলক স্ট্যাটাস দেওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না। সঙ্গত কারণে অনেকেই তাঁর এমন ব্যতিক্রমী ফেসবুক স্ট্যাটাস নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন।

পোস্টটিতে কমেন্ট করে অনেকেই আব্দুল মোতালেব সরকার বকুল ও শিমুলী আকতারের দাম্পত্য জীবনের সুখ-শান্তি ও দীর্ঘায়ু কামনা করেছেন। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, কর্মজীবনের সাফল্যের পেছনে পারিবারিক সমর্থন কতটা জরুরি, এই পোস্টটি তারই একটি চমৎকার উদাহরণ। তাঁদের প্রত্যাশা, আব্দুল মোতালেব সরকার বকুল ও শিমুলী ভাবীর দাম্পত্য জীবন আরো সুখের হোক।


Hope News

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৫ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত